Thursday, July 29, 2010
গিটার শিখে নিন দারুন একটি সফটয়্যার দিয়ে ¸¸.•*¨*•♫♪
গান ভালোবাসে না এমন লোক খুজে পাওয়া কঠিন, আর গানকে সুন্দর করে তুলতে গিটারের তুলনা নেই। আমাদের অনেকের হয়তো গিটার কিনে গিটার শেখা সম্ভব না। আবার কারো কাছে গিয়ে গিটার শেখাটাও অনেক জামেলার এবং প্রচুর সময় দিতে হয়। কিন্তু আপনার কম্পিউটার থাকতে এতো জামেলার কি দরকার এবার নিজেই শিখে ফেলুন ছোট একটি সফটয়্যার দিয়ে। তাছাড়া আজকাল মিউজিকে সফটয়্যারের ব্যবহার হচ্ছে ব্যাপকহারে। গিটার অনেকেরি হয়তো ভালো লাগে, লাইভ শো তে পারফর্ম দেখে হয়তে আপনারও ইচ্ছে জাগতে পারে গিটার বাজাতে। বা অনেক গানেই গিটারের কারুকার্য দেখে হয়তো আপনি মুগ্ধ হয়ে থাকেন।
সফটয়্যারটি ইন্সটল করার পর আপনার কম্পিউটারের স্টার্ট থেকে প্রোগ্রাম অপশনে গিটার প্রো ফোল্ডারে ইউজার গাইড দেখে নিতে পারেন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment