আজকের টিউন’টি করেছি জনপ্রিয় একটি বাংলা সফটয়্যার দিয়ে যার সাথে হয়তো অনেকই পরিচিত। সফটয়্যারটি হলো ” বাংলা ভয়েস ক্লক “। মাত্র 900 kb ছোট্ট এই সফটয়্যার’টি দ্বারা আপনি আপনার কম্পিউটারের সময় কত তা স্বয়ংক্রীয় ভাবে শুনতে পারবেন। প্রতি ১৫ মিনিট পর পর স্বয়ংক্রীয় ভাবে আপনার কম্পিউটার বাংলায় বলে দেবে সময় কত। ইচ্ছে করলে নিজে সময় সেট করে নিতে পারেন ১৫/৩০/৬০ মিনিট এভাবে। এছাড়া আপনার ভয়েসও সেট করতে পারবেন… এর্লাম সেট করার ব্যবস্থা আছে।
DOWNLOAD NOW
No comments:
Post a Comment