Software..

Wednesday, August 4, 2010

হার্ডওয়্যার এর যত্ন এবং পরিচ্ছন্নতা key bord

key bord এর পরিচয় নিয়ে আমার কিছু বলার নেই । কিন্তু এর যত্ন নিয়ে আমার বলার । প্রথমেই বলে নেই ” একটি কী বোডে যে পরিমান জীবানু থাকে তা একটি টয়লেটের জীবানুর পরিমানের সমান ।” এই কথা শুনে সবারই মাঝে একটি প্রশ্ন জাগে এটা সত্য কী না । আমরা নিজেরাই চিন্তা তা করি আমরা যেভাবে কী বোড ধরি তাতে কী বোডে আমাদের হাতের সকল ময়লা বা জীবানু লেগে যায যার ফলে একজনের হাতের জীবানু অন্যের হাতে চলে যায় । আমরা একটু খেয়াল করি আমাদের কী বোডের উপর ,দেখা যাবে কী এর মাঝে আসংখ্য ময়লা জমে আছে ।
এই ময়লার কারনে একদিকে যেমন আমাদের অসুখ হচ্ছে অন্যদিকে আমাদের কী বোড ও দূবল হয়ে যাচ্ছে তাই কী বোড পরিস্কার ও জীবানু মুক্ত রাখার পদ্ধতি বননা করা হল।

পরিচ্ছন্নতা : প্রথমে আপনার কী বোড টি কে বাহিরে নিয়ে জান । তারপর এটিকে উপর বা উলটা করে একটি রং এর ব্রাশ দিয়ে পরিস্কার করে থাকুন । একপযায় আপনার কী বোড পরোপুরি পরিস্কার হবে ।
জীবানু : এবার আপনার কী বোড টিকে একটি ডেটল ভিজানে কপড় দিয়ে হালকা করে মুছে দিন । লক্ষ্য রাখবেন কাপড়টি যেন হালকা ভেজা থাকে ।
যত্ন : কী বোড পরিচ্ছন এবং জীবানু মুক্ত রাখার জন্য তোয়ালে ব্যবহার করুন ।

No comments:

Post a Comment