যারা বিনামুল্যে ব্লগ ব্যবহার করেন তারা ইচ্ছা করলেই আপনার ব্লগে, আপনাকে সরাসরি ইমেইল করার সুবিধা যুক্ত করতে পারেন। পদ্ধতি বর্ননা করার আগে বলে নেই কেন আপনি এই সুবিধা যুক্ত করবেনঃ আমরা সবাই জানি ব্লগ এর পাঠক রা মন্তব্যের মাধ্যমে লেখকের সাথে যোগাযোগ করে থাকেন যা সব পাঠকের কাছেই দৃশ্যমান। কিন্তু এমন টা হওয়া স্বাভাবিক যে, কোন এক পাঠক শুধু মাত্র লেখক কেই কিছু বলতে চান ব্যক্তিগত ভাবে। সেক্ষেত্রে এই সুবিধা অনেক উপকারে আসবে। এবার চলুন দেখে নেই কিভাবে তা সম্ভবঃ
কাজটি অত্যন্ত সহজ আপনাকে যেটা করতে হবে তা হলঃ
* ১।এখানে এ গিয়ে একটি ফ্রি একাউন্ট তৈরী করতে হবে।
* ২। একাউন্ট রেজিস্ট্রেশন ও এক্টিভ করার পর ওখানে দেওয়া নির্দেশনা অনুসরন করে একটি ফর্ম তৈরী করতে হবে, যা খুবই সহজ।
* ৩। ফরম তৈরী শেষে “get code” লিংক এ ক্লিক করে কোড কপি করে, আপনার ব্লগে ‘ আমাকে ইমেইল করুন ‘ জাতীয় শিরনামে একটি পোস্ট লিখে তাতে কোড গুলো পেস্ট করুন। এবার যে কোন যায়গায় এই পোস্ট এর লিংক টি ব্যবহার করুন।
No comments:
Post a Comment