Software..

Sunday, April 10, 2011




ই-কমার্স বা অনলাইন বিজনেস সম্পর্কে আমরা সবাই হয়তো কিছু না কিছু জানি। কিন্তু, ইন্টারনেটের বদৌলতে আমাদের নিজস্ব সৃজনশীল প্রতিভাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, সে সম্পর্কে আমরা অনেকেই মোটেই সচেতন নই। আপনি কি জানেন, কোনরকম দৈহিক পরিশ্রম বা পুঁজি ছাড়াই শুধুমাত্র আপনার মেধা ও মননকে কাজে লাগিয়ে আপনি ঘরে বসেই মোটামুটি সম্মানজনক একটা আয় করতে পারেন? এই আয় হতে পারে আপনার প্রধান আয়ের চেয়ে অনেকগুন বেশি। আপনি যদি একজন কম্পিউটার/সফটওয়ার্ প্রোগ্রামার, গ্রাফিক ডিজাইনার, ডাটা এন্ট্রি অপারেটর অথবা ওয়েব ডেভেলপার হয়ে থাকেন, তাহলে ইন্টারনেট কর্মসংস্থান সাম্রাজ্যের অনেকটাই আপনার। মাসিক ভিত্তিতে আপনার জন্য হাজার কিংবা লাখ ডলারের কাজ আপনার জন্য অপেক্ষা করছে। ওয়েবে যেয়ে খুঁজলেই আপনি পেয়ে যাবেন এই অফুরন্ত সম্ভবনা। কিভাবে? একজন দক্ষ কম্পিউটার ব্যবহারকারী হিসেবে সেকথা আপনাকে বলা বাহুল্য। এই লেখাটি যেহেতু সাধারণ কম্পিউটার ব্যবহারকারীদের জন্য লেখা, আমাদের বিষয়বস্তুটি কিছুটা ভিন্ন।
লেখালেখির কাজ আমরা অনেকেই করে থাকি। কেউ হয়তো নিতান্তই আত্ত্বিক  বা মানসিক পরিতৃপ্তির জন্যই লিখে থাকি। কেউ হয়তো কাগজে বা ম্যাগাজিনে এই লেখালেখির মাধ্যমে কিছুটা উপার্জনও করি। কিন্তু আপনি জানেন কি, ইন্টারনেটে লেখকদের জন্য রয়েছে এক অমিত সম্ভবনা। শুধুমাত্র কয়েকশ শব্দের বিনিময়ে আপনি প্রতিদিন আয় করতে পারেন বেশ কিছু ডলার। ইন্টারনেটে মেধাভিত্তিক কাজের মাধ্যমে ঘরে বসে যারা আয় করতে উৎসাহী, তাদের অনেকই জানেন না কোথায় শুরু করতে হবে। যারা লেখক হিসেবে এই সুযোগটি কাজে লাগাতে চান, তাদের অবস্থাও একই রকম। আমি এই শুরু করা সম্পর্কেই কিছু কথা বলব। তার আগে, আসুন জেনে নেই কি ধরনের কাজ আপনার জন্য এই সম্ভাবনাময় জগতে অপেক্ষা করছে।
ইন্টারনেটের লেখকদের জগত মূলতঃ দুটি ভাগে বিভক্ত। প্রথমটি পেশাদার লেখকদের জন্য আর অপরটি ফ্রীল্যান্স লেখকদের। দুটি




পেশাদার লেখার কাজটা একটু জটিল এবং এর বাধ্যবাধকতাও অনেক। তবে পেশাদার লেখকদের সম্মানীর পরিমাণটাও বহুলাংশে বেশি




ফ্রীল্যান্স লেখার কাজ


অপরদিকে আপনি যদি নিতান্তই একজন সাধারণ বা ফ্রীল্যান্স লেখক হয়ে থাকেন, ইন্টারনেটে আপনার জন্য আছে বিস্তর কাজ। আসুন জেনে নেই, কোথায় এবং কিভাবে আপনি এই বিশাল জগতে পা বাড়াবেন।

 

ফ্রীল্যান্স আর্টিকেল ডিরেক্টরি বা সাইট





ফ্রীল্যান্স লেখকদের জন্য বেশ কিছু ওয়েবসাইট আছে যা মূলতঃ article directories হিসেবে পরিচিত। ফ্রীল্যান্স লেখকদের জন্য বেশ কিছু ওয়েবসাইট আছে যা মূলতঃ article directories হিসেবে পরিচিত। Ezine Articles, Google Knol, ArticleDashboard, Article Pros, Article Directory, Triond ইত্যাদি এমন কিছু সাইট। এখানে আপনি আপনার পছন্দের বিষয়ভিত্তিক লেখা জমা দিয়ে পারিশ্রমিক পেতে পারেন। এই পারিশ্রমিক হতে পারে সরাসরি কিংবা কোন affiliate program এর আওতাভূক্ত। যেমন, আপনি যদি ডিজিটাল ক্যামেরা নিয়ে একটি আর্টিকেল লিখেন এবং ওয়েবসাইটে আপলোড করেন তাহলে হয়তো একই ওয়েব পেইজে Google Ad Sense এর মত কিছু সম্পর্কিত বিজ্ঞাপন (contextual ad) ভেসে উঠবে। আপনার লেখা পড়তে পড়তে কোন পাঠক যখন ঐ বিজ্ঞাপনগুলো click করবে তখন sponsor ওয়েবসাইট এবং সেখানে বিজ্ঞাপনদাতা উভয়েই একটি নির্দিষ্ট অংকের অর্থ আয় করবে। এই বিজ্ঞাপনের আয়ের কিছু লভ্যাংশ আপনি পেয়ে যাবেন। তবে জেনে রাখা ভাল, এ ধরনের ফ্রীল্যান্স লেখার মাধ্যমে আয়ের পরিমাণ সাধারণতঃ কম হয়ে থাকে।

ফ্রীল্যান্স ‘নিলাম’ সাইট

ফ্রীল্যান্স লেখকদের জন্য আমার মতে সবচেয়ে লাভজনক হল online writing bid বা লেখালেখির নিলাম। তবে এই নিলামের শর্ত প্রচলিত নিলামের মত কঠিন নিয়মের বেড়াজালে আবদ্ধ নয়। ব্যাপারটা একটু স্পষ্ট করে বলি।
ধরা যাক, আপনি একজন ফ্রীল্যান্স লেখক (রচনা/লেখা বিক্রেতা) এই নিলামের একটি ওয়েবসাইটে গিয়েছেন এবং registered user (সাধারণতঃ ফ্রী) হয়েছেন। এখানে আপনি পাবেন বিভিন্ন গ্রাহক বা ক্রেতার দেয়া লেখালেখি সম্পর্কিত অনেক প্রজেক্ট। যেকোন একটি প্রজেক্ট ক্লিক করলে আপনি সাধারণতঃ নিচের বর্ণনাগুলো পাবেনঃ
  • প্রজেক্টের ধরণ (article, copywrite, review, rewrite ইত্যাদি)
  • বিভিন্ন শর্তাবলী যেমনঃ
  • রচনার শব্দসীমা (৪০০/৫০০ শব্দ)
  • রচনার সময়সীমা (১ দিন/ ১১ ঘন্টা/ ৩ সপ্তাহ)
  • বিড লিমিট অর্থাৎ গ্রাহকের বেঁধে দেয়া সর্বনিম্ন ও সর্বউচ্চ নিলামের ডাক (যেমনঃ $30-60, $90 maximum ইত্যাদি)।
  • বিড লিমিটের বাইরে নির্ধারিত কোন rate (যেমনঃ $1 per 200 words, $0.005 per word ইত্যাদি)
  • রচনার কাঠামো (প্যারাগ্রাফ, শিরোনাম, ফাইলের ধরন যেমন টেক্সট, মাইক্রোসফট ওয়ার্ড, জিপ ইত্যাদি)।
  • নির্দিষ্ট কোন শব্দের নির্দিষ্ট সংখ্যক পুনরাবৃত্তি keyword density (যেমনঃ digital camera শব্দগুচ্ছটির ৫০০ শব্দে অন্ততঃ ৩ বার ব্যবহার, Nikon শব্দটির ৩০০ শব্দে অন্ততঃ ৫ বার ব্যবহার ইত্যাদি)।
  • Plagiarism (সাধারণ অর্থে – অন্যের লিখা নকল করা) সম্পর্কিত সতর্কীকরণ। এর প্রতিকারের জন্য আপনার গ্রাহক সাধারণতঃ কিছু শক্তিশালী সফটওয়ার্ (যেমন copyscape) ব্যবহার করবেন।
  • লেখার ধরন (যেমনঃ conversational, third person, first person, informal, funny, US/UK English ইত্যাদি)।
  • নমুনা লেখা বা sample writing জমা দেবার নির্দেশ।
  • অন্য কোন নির্দেশনা।
প্রজেক্টের শর্তাবলী যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি এখন বিড করবেন। ধরা যাক আপনি digital camera এর উপর একটি আর্টিকেল পছন্দ করেছেন। এই লেখাটি আপনি ১ দিনের মধ্যে লিখতে পারবেন। তাহলে বিড অপশনে গিয়ে আপনি ৫ ডলারে ১ দিনের মধ্যে আর্টিকেলটির জন্য বিড করুন। গ্রাহক যদি আপনার লেখার নমুনা এবং বিড পছন্দ করে তাহলে আপনি পেয়ে যাবেন কাজটি। একদিনের মধ্যে লিখে ফেলুন চমৎকার একটি লেখা আর তা জমা দিয়ে আয় করে নিন ৫ ডলার।

কিছু জানার বিষয়

  • আপনার লেখার জন্য সম্মানী দুইভাবে পেতে পারেনঃ
- ওয়েবসাইটের পেমেন্ট সিস্টেমের মাধ্যমে। গ্রাহক আপনার পাওনা ওয়েবসাইটে আপনার একাউন্টে জমা করবে, যা আপনি বিভিন্ন প্রচলিত money transfer অপশনের মাধ্যমে (যেমন PayPal, Money bookers, Wire Transfer, Cheque) আপনার ব্যাংক একাউন্টে স্থানান্তর করতে পারবেন।
- ওয়েবসাইটের সিস্টেমের বাইরে যেয়ে সরাসরি PayPal, Money bookers ইত্যাদির মাধ্যমে।
  • ফ্রীল্যান্স নিলাম সাইটগুলোতে লেখা থেকে অর্জিত সম্মানীর একটি অংশ কমিশন হিসেবে ওয়েবসাইট গ্রহণ করে।
  • সম্মানী সম্পর্কিত কোন মতবিরোধ হলে ওয়েবসাইটের conflict resolution বা arbitration এর মাধ্যমে আপনি ইতিবাচক সিদ্ধান্ত পেতে পারেন। তবে ওয়েবসাইটের সিস্টেমের বাইরে টাকাপয়সা আদানপ্রদানের ক্ষেত্রে আপনি কোন সাহায্য পাবেন না বরং এক্ষেত্রে সম্মানী না পাবার সম্পূর্ণ ঝুঁকি আপনার।
  • আপনি যদি এসমস্ত ওয়েবসাইটের সাধারণ সদস্য হন তাহলে অনেক ক্ষেত্রে আপনি মাসে একটি নির্দিষ্ট সংখ্যার বিড করতে পারবেন। আনলিমিটেড বিড এর জন্য আপনাকে নির্দিষ্ট অংকের চাঁদা দিয়ে সদস্য হতে হবে।
  • বিড জেতার জন্য আপনাকে একটি যৌক্তিক বিড করতে হবে। ৫০০ শব্দ সম্বলিত ২০০ টি লেখা আপনি যেমন একদিনে দিতে পারবেন না, তেমনি, ১০০০ শব্দের একটি আর্টিকেল লেখার জন্য ১০ দিন সময় নেয়াটাও অযৌক্তিক।
  • আপনার জমাকৃত  নমুনা লেখাটি আপনার বিড জেতার মূল শক্তি হিসেবে কাজ করবে। তাই নমুনা হিসেবে একটি ভাল লিখা পাঠান।
অনলাইন বিড এর জন্য সাইটসমূহ
আর বসে থাকা কেন? নেমে পড়ুন আপনার এক নতুন অর্থবহ (এবং অর্থকরীও বটে!) যাত্রায়। বছর ঘুরে আসার আগেই হয়ে যান একজন নিয়মিত অনলাইন লেখক আর আয় করতে থাকুন অতিরিক্ত কিছু টাকা।

Monday, January 10, 2011

Top PTC sites of the world

 Click here to registration.
 CLICK
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!


 CLICK
 


CLICK


@@READ ARTICLE AND EARN MORE..
CLICK
readbud - get paid to read and rate articles

Monday, January 3, 2011

সিরিয়াল কী সংগ্রহ করুন ১৪,০০০ এ্যাপ্লিক্যাশেনর জন্য ।

আমরা ইন্টারনেট থেকে নানা ধরনের সফটওয়্যার ডাউনলোড করে থাকি কিন্তু সিরিয়াল কী’র অভাবে তা বেশী দিন কার্যকর রাখা অসম্ভব হয়ে পরে কারন প্রথম অবস্থায় সফটওয়্যারগুলো ট্রায়াল ভার্শনে থাকে এগুলো সাধারনত ১৫-৩০ দিন ফ্রি ব্যাবহার করা যায় কিন্তু নির্দিষ্ট সময় শেষ হলে এ্যাপ্লিক্যাশনগুলো একটিভ রাখতে সিরিয়াল কী’র প্রয়োজন হয়। কিন্তু এ সিরিয়াল কী’গুলো খুজে পাওয়া মোটেই সহজ কাজ নয়। এই পোস্ট দ্বারা সংগ্রহ করতে পারেন ১৪,০০০ সফটওয়্যারের সিরিয়াল কী যা দ্বারা আপনি সফটওয়্যারগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।প্রথমে প্রকাশ এখানে

নিচে এ্যাপ্লিক্যাশনগুলোর সিরিয়াল কী দেয়া হলো:

3D Studio Max 2 : s/n: 661-93842762 Key: V13M
3D Studio MAX v2.5 – Serial – 661-93842762 – Cd-Key – V13M – auth. code – 1039120D
3D Studio Viz R2 : s/n: 661-93842762 CD-Key: V13M – Then run VIZAUTH.EXE and enter: ID: 661-93842762 Code: afca2a54
3DFX Video Renderer v1.1 – Serial – 2158569847561769
3DFX Video Renderer v1.2 – Serial – 2158569847561769
3DMark 99 – Name – #CRACKS – Serial – GNH29-JD6S4-TX2D4
3DMark 99 – Name – Finn Mac CooL – Serial – AKTUG-992EU-FX49P
3DMark 99 – Name – LordFritz – Serial – 9XVJ5-LRRU8-KMD97
3DMark 99 – Name – MFD Corp. – Serial – 6MGBS-NDEPT-PAHVD
3DMark 99 – Name – Phrozen Crew ’98 – Serial – 3Y428-WD6HF-3L39G
4-NET v1.1 – Name – Finn Mac CooL – Serial – 363232
4-NET v2.0 – Name – #CRACKS – Serial – #317Cl4nET969175#
4-NET v2.0 – Name – Finn Mac CooL – Serial – F101Cl4nET132853M
4Screens v1.24 – Name – (Your name here) – Serial – 3370776
Screens v1.27 – Name – (Your name here) – Serial – 3370776
A Rob Fantastic MP3 Encoder v1.3 – Name – Finn Mac CooL – Serial – 354154761
A Smaller Image v1.0 – Name – Finn Mac CooL – Serial – 452917426
Abobe PageMaker v6.5 (Mac) – Serial – 02W652E7105666-321
Above & Beyond 98 – Name – Finn Mac CooL – Serial – fdr721
Abracadabra v1.23 – Finn Mac CooL – Serial – 1095903
Abracadabra v1.24 – Finn Mac CooL – Serial – 1095903
Absolute FTP v1.0 – Name – _RudeBoy_ – Company – Phrozen Crew – Serial – 02-01-900000 – Expiration – Never – Key – 1237 9814 1293 3185 9734
Absolute FTP v1.5b3 – Name – _RudeBoy_ – Company – Phrozen Crew – Serial – 02-01-900000 – Expiration – Never – Key – 1237 9814 1293 3185 9734
Absolute FTP v1.5 – Name – Finn Mac CooL – Company – #CRACKS – Serial – 02-15-000000 – Expiration – Never – Key – 4698 7192 1523 5108 2631
Absolute FTP v1.5 – Name – Finn Mac CooL – Company – #CRACKS – Serial – 02-28-019980 – Expiration – Never – Key – 9089 5172 7426 8057 7359
Absolute Protect v1.2 – Name – ZOBEL – Serial – 76692358
AccuSet v5.0b – Name – Finn Mac CooL – Company – (Your company here) – Serial – 00000
ACDExpress v3.14 – Name – Finn Mac CooL – Company – #CRACKS – Serial – 4788235138 or 431964751811327
ACDSee v2.3x – Name – #CRACKS – Serial – 379164171454485
ACDSee v2.3x – Name – Finn Mac CooL – Serial – 229830927254479 or 361635342354484


Tuesday, December 28, 2010

গুগল এডসেন্স নিয়ে আমাদের ভূল ধারনা...

আমরা সবাই কম-বেশি ইন্টারনেটে টাকা কামাতে আগ্রহী। আর তাই আমাদের প্রথম টার্গেট গুগল এডসেন্স। কোনোমতে একটা ব্লগ কিংবা ওয়েবসাইট খুলে তিন চারটা এ্যাড বসিয়ে টাকার জন্য অপেক্ষা করতে থাকি। কিংবা টাকা কামানোর স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তারপর এক সময় ভূল পদক্ষেপ নিতে থাকি কিংবা এডসেন্স ছেড়ে অন্য ওয়েবসাইটের পথ ধরি।গুগল আসলে কি চায়? গুগল কনটেন্ট ভালবাসে। কনটেন্ট বলতে এখানে শুধুমাত্র লেখাকে বুঝাচ্ছি - ছবি, গান, ভিডিও - এসবের কোনোটারই মূল্য নাই গুগলের কাছে। আপনি কখনই গুগল থেকে ভিজিটর পাবেন না যদি না আপনার ওয়েবসাইট উচ্চমানের কনটেন্ট থাকে - নিজের কনটেন্ট লিখুন … কপি পেষ্ট কনটেন্ট দিয়ে চলবে না। বানান ভূল থেকে বিরত থাকুন, অহেতুক keyword ব্যবহার করবেন না ইত্যাদি ইত্যাদি। নিচের কয়েকটি কারনে গুগলের একাউন্ট ব্যান হতে পারে কিংবা পরিশ্রম অনুযায়ী আয় থেকে বঞ্চিত হচ্ছেন।১. শুধুমাত্র সার্চ ইঞ্জিনের জন্য ব্লগ বানালে চলবে না, কারন সার্চ ইঞ্জিন বড়জোর পাঠককে আপনার ওয়েবসাইটে নিয়ে আসবে কিংবা ক্লিক কিন্তু পাঠকই করবে। তাই লেখার সময় পাঠক এবং সার্চ ইঞ্জিন দু’টোকেই মনে রাখুন। পাঠক যাতে পড়ে স্বাচ্ছন্দ্য পায়, তাই পয়েন্ট আকারে, প্রয়োজনে ছবি দিয়ে ব্লগ পোষ্ট করুন।২. শুধুমাত্র টাকা কামানোর উদ্দেশ্য থেকে ব্লগ বানানো থেকে বিরত থাকুন।৩. High Paying Keyword Niche টার্গেট করে ব্লগ বানিয়েছেন, কিন্তু সে অনুযায়ী ব্লগে কনটেন্ট নাই।৪. অনলাইনে টাকা কামানো সহজ কাজ, এই ভেবে ব্লগ বানিয়েছেন আর ভেবেছেন - পাঠক হুড়োহুড়ি করে আপনার ওয়েবসাইটে আসবে আর ক্লিক করা শুরু করবে।৫. নিজে নিজে বুদ্ধি করে একটা একটা করে ক্লিক করেন কিংবা অন্যকে ক্লিক করতে উৎসাহিত করেন।৬. পড়তে অসুবিধা হয় এমন উৎকট ডিজাইন, অপ্রয়োজনীয় ছবি, শব্দ, widgets ব্যবহার করেছেন।৭. এডসেন্স ব্যবহার করছেন, কিন্তু এডসেন্সের Channel ব্যবহার করছেন না। তাই কোন এ্যাড থেকে কয় টাকা কামাচ্ছেন, তা বুঝতে পারছেন না।৮. গুগলের নিয়মকানুন কখনো পড়েননি - যেকোন সাইটেই এডসেন্স ব্যবহার করছেন।৯. এমন কোনো পাতায় এ্যাড বসিয়েছেন, যেখানে কোনো কনটেন্টই নাই।১০. একটির বেশি সচল এডসেন্স একাউন্ট খোলার চেষ্টা করছেন।১১. অন্যদের CTR, Impressions, eCPM ইত্যাদি বলে দিয়েছেন।১২. ছবির সাথেই গুগলের এ্যাড বসিয়েছেন - ভুলেও ছবির গা ঘেষে এ্যাড বসাবেন না।১৩. অহেতুক এ্যাডের কোড পরিবর্তের চেষ্টা করবেন না। যদি পরিবর্তন করতেই হয়, তাহলে এডসেন্স একাউন্ট থেকেই পরিবর্তন করুন।১8. এমন টপিক নিয়ে ব্লগ বানিয়েছেন, যার Cost Per Click (CPC) খুবই কম। তাই আপনার আয়ও কম।

আর নয় Youtube, এর বিকল্প Youku

আর নয় Youtube, এর বিকল্প Youku :
১) সাইটটিতে ভিডিও Buffering অনেক দ্রুত।
২) যেকোন বিদেশী মুভি একটি পার্টেই দেখতে পাবেন।
৩) নতুন Hollywood/Bollywood/Chinese মুভি/সিরিয়াল অতি দ্রুত আপলোড করা হয় এই সাইটে ।
* ৪) Alexa তে এ সাইটের Ranking ৫৪। তাই নিঃসন্দেহে বলা যেতে পারে এটি একটি জনপ্রিয় সাইট।
এখানে ক্লিক করে লিঙ্কটিতে চলে যান

অনলাইনে ওয়েব সাইট ডিজাইনের সেরা কিছু সাইট

যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের ওয়েব ডিজাইন নিয়ে কম বেশী আগ্রহ আছে। একজন ব্যবহারকারী ইন্টারনেট থেকেই জেনে নিতে পারেন খুঁটনাটি সব কিছুই। কিন্তু কোটি কোটি ওয়েব সাইটের মধ্যে সঠিক ওয়েব সাইট খুঁজে পাওয়া বেশ কষ্টকর। গুগল (পেজ রেংক), এলেক্সা (রেংক), ব্লগলাইনস (সাবইক্রাইবার্স) এবং টেকনোরাটি (অথোরিটি) এর রেটিং এর উপরে ভিত্তি করে ডেইলী ব্লগ টিপস সেরা ২৫ ওয়েব ডিজাইন (ব্লগ) সাইটের তালিকা প্রকাশ করেছে। সেগুলো নিচে দেওয়া হলো:
1) www.alistapart.com
2) www.smashingmagazine.com
3) www.456bereastreet.com
4) http://meyerweb.com
5) www.simplebits.com
6) www.pearsonified.com
7) http://tutorialblog.org
8) www.cssbeauty.com
9) www.snook.ca/jonathan
10) www.bartelme.at
11) www.themaninblue.com
12) www.andybudd.com
13) http://particletree.com
14) http://warpspire.com
15) www.briangardner.com
16) www.sitepoint.com/blogs/category/design
17) http://theundersigned.net
18) http://bittbox.com
19) http://fadtastic.net
20) http://www.colourlovers.com/blog
21) www.davidairey.com
22) http://designmeltdown.com
23) http://clagnut.com
24) www.devlounge.net
25) www.smileycat.com

বেশি ভিজিটর পাওয়ার ও Google সার্চে ১ম পেজে থাকার জটিল কৌশল।

Google সার্চে ১ম পেজে থাকা মানে বেশি ভিজিটর পাওয়ার।কিন্তু ভুল বাছাইয়ের কারনে আমরা সাচে ১ম পেজে থাকতে পারিনা।একটু বুদ্ধি খাটিয়েই আপনি ও Google সার্চে ১ম পেজে থাকাতে পারবেন।
প্রথমে আপনাকে যেতে হবে এই লিংকে।Google AdWords Keyword Tool নামের এই Keyword Tool সকল SEO Optimizer দের কাছর খুবই জনপ্রিয়।এখানে গিয়ে আপনি যে ধরনের Keyword দিয়ে সাইট বানাতে চান সেই Keyword টি Enter one keyword or phrase per line তে গিয়ে টাইপ করুন।এরপর Get keyword Ideas এ Click করলে পাবেন আপনার keyword এর সকল তথ্য।যেমন keyword টিতে Advertiser Competition কেমন,গত মাসের কতবার সারচ করা হয়েছে,Global Monthly Search Volume কত এসব।আপনি এখান থেকে যে সকল keyword এ কম Advertiser Competition আছে কিন্তু Local Search Volume বেশি সে সকল keyword গুলো আপনি বেছে নিন।
যেমন মনে করুন আপনি গান ডাউনলোড (song Download) নিয়ে একটি সাইট বানাবেন।কিন্তু song Download keyword টিতে খুব বেশি Advertiser Competition রয়েছে।

তাই এই keyword টি দিয়ে আপনি search এ প্রথমে থাকা খুব কঠিন।কিন্তু আপনি যদি (song rock,tousif download,) keyword টি নিয়ে সাইট বানান কারন এ সকল keyword গুলোর Advertiser Competition কম কিন্তু এতে Local Search Volume বেশি।তাই যদি আপনার keyword টির বিপরীতে সাইটের content
যদি ভালো হয় তবে আশা করা যায় আপনি ঐ keyword এর বিপরীতে Google সার্চে ১ম পেজে থাকবেন।কারন আমরা জানি আপার কেস থেকে লোয়ার কেসে অনেক বেশি হিট পাওয়া যায়।
তো চেস্টা করেই দেখুন।

Monday, December 27, 2010

সহজেই ব্লগে যুক্ত করুন ইমেইল ফর্ম

যারা বিনামুল্যে ব্লগ ব্যবহার করেন তারা ইচ্ছা করলেই আপনার ব্লগে, আপনাকে সরাসরি ইমেইল করার সুবিধা যুক্ত করতে পারেন। পদ্ধতি বর্ননা করার আগে বলে নেই কেন আপনি এই সুবিধা যুক্ত করবেনঃ আমরা সবাই জানি ব্লগ এর পাঠক রা মন্তব্যের মাধ্যমে লেখকের সাথে যোগাযোগ করে থাকেন যা সব পাঠকের কাছেই দৃশ্যমান। কিন্তু এমন টা হওয়া স্বাভাবিক যে, কোন এক পাঠক শুধু মাত্র লেখক কেই কিছু বলতে চান ব্যক্তিগত ভাবে। সেক্ষেত্রে এই সুবিধা অনেক উপকারে আসবে। এবার চলুন দেখে নেই কিভাবে তা সম্ভবঃ
কাজটি অত্যন্ত সহজ আপনাকে যেটা করতে হবে তা হলঃ
* ১।এখানে এ গিয়ে একটি ফ্রি একাউন্ট তৈরী করতে হবে।
* ২। একাউন্ট রেজিস্ট্রেশন ও এক্টিভ করার পর ওখানে দেওয়া নির্দেশনা অনুসরন করে একটি ফর্ম তৈরী করতে হবে, যা খুবই সহজ।
* ৩। ফরম তৈরী শেষে “get code” লিংক এ ক্লিক করে কোড কপি করে, আপনার ব্লগে ‘ আমাকে ইমেইল করুন ‘ জাতীয় শিরনামে একটি পোস্ট লিখে তাতে কোড গুলো পেস্ট করুন। এবার যে কোন যায়গায় এই পোস্ট এর লিংক টি ব্যবহার করুন।

Sunday, December 26, 2010

১০০% নিশ্চয়তা সহকারে অনলাইনে আয় করুন

অনলাইনে আয় করার বিভিন্ন সাইট রয়েছে। বেশীর ভাগ সাইটে বিভিন্ন ধরনের প্রতারনা রয়েছে । তবে ১০০% নিশ্চয়তা রয়েছে মাত্র কয়েকটি সাইটে । আর এমন একটি সাইট হলো Odesk . এখানে আপনাকে কাজ পেতে হবে পরীক্ষার মাধ্যমে । Buyers সর্বপ্রথম Odesk এর নিকট অর্থ জমা দেয় এবং Odesk পরীক্ষায় উত্তীর্ন কর্মীদের দ্বারা কাজ করায় । আর এজন্য এখানে আছে ১০০% পেমেন্ট পাওয়ার সম্পূর্ন নিশ্চয়তা । এখানে সর্বপ্রথম আপনাকে একাউন্ট করতে হবে । অত:পর টেস্ট দিতে হবে। ৪০টি এমসিকিউ থাকবে এবং সময় মাত্র ৪০ মিনিট । পরীক্ষায় এলাও হলে আপনাকে কাজ দেওয়া হবে । তো এবার শুরু করুন………………..

ODESK

অটোরান বন্ধ করুন, USB দিয়ে ভাইরাস আর ঢুকবেনা আপনার কম্পিউটারে!

ডাটা ট্রাভেলার USBs and/or MP3 devices এর চেয়ে উপকারী বিষয় কমই আছে। এর যেমন উপকারী দিক আছে ঠিক তেমন অপকারী দিকও রয়েছে। যতই উপকারীতা থাক কম্পিউটারে ভাইরাস (Torjan, Spywares, Malwares) ছড়ানোর একমাত্র মাধ্যম ঐ সকল portable storage devices। সবচেয়ে ড্যাঞ্জারাস যেইটা সেটা হলো অটোরান, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কমান্ডের মাধ্যমে তৈরি করা হয় অটোরান ভাইরাস। অটোরান ভাইরাসের কাজ হলো পেনড্রাইভ অটোমেটিক্যলি বুট করা। আর এই অটোমেটিক্যালি বুট করার মাধ্যমেই ছড়িয়ে অন্যান্য ভাইরাস সমূহ।

আর এই অটোরান বন্ধ করতে নিচের সহজ পদ্ধতিগুলো অনুসরণ করুন:

1. Start Menu, থেকে Run এ ক্লিক করুন।