Software..

Wednesday, August 11, 2010

একটি মাইক্রোওয়ার্ক সাইট- যেখান থেকে বিড না করেই পাবেন ফ্রিল্যান্সিং কাজ

মাইক্রোওয়ার্ক সাইটের কাজগুলো খুব দ্রুত সম্পন্ন করা যায় কারন সেগুলো খুবই সহজ। কিন্তু এই কাজগুলো কি সে প্রশ্ন আসতেই পারে। কাজ গুলো হল মূলত হল বিভিন্ন সাইটের প্রমোশনের জন্য যেমন কোন পোস্টকে বাজ বা ডিগ করা, ফেসবুক বা টুইটারে শেয়ার করা বা কোন সাইটের স্পন্সর রিভিউ করা, ব্যাকলিংক দেয়া ইত্যাদি। বুঝতেই পারছেন কাজগুলো কতটা সহজ যা যে কেউ অনায়াসে করতে পারবে।
মূলত বিভিন্ন ওয়েব সাইট ও ব্লগার তাদের সাইটকে প্রমোশন বা অফপেইজ অপটিমাইজেশন করার জন্য এসব ছোট ছোট প্রজেক্টের কাজ দিয়ে থাকে এই সাইটকে যা এই সাইট আবার ফ্রিল্যান্সারদের দিয়ে থাকে।
কাজের বিনিময়ে কি পরিমান পারিশ্রমিক পাওয়া যাবে এই সাইটে?
প্রতিটি কাজে পারিশ্রমিক অবশ্য কম প্রায় ক্ষেত্রেই তা ১ ডলারের নিচে। তবে কাজগুলো যেহেতু খুব অল্প সময়ে সম্পন্ন করা যায় তাই দিনে এমন অল্প দামের অনেক কাজ যেমনি করা যাবে তেমনি আয়ও আসবে মোটামুটি। সাইটের প্রতিনিধির মতে এই সাইটে নিয়মিত কাজ করলে ভবিষ্যতে মাসে ১০০ ডলার আয়ও খুব সম্ভব ব্যাপার হবে।

Wednesday, August 4, 2010

হার্ডওয়্যার এর যত্ন এবং পরিচ্ছন্নতা key bord

key bord এর পরিচয় নিয়ে আমার কিছু বলার নেই । কিন্তু এর যত্ন নিয়ে আমার বলার । প্রথমেই বলে নেই ” একটি কী বোডে যে পরিমান জীবানু থাকে তা একটি টয়লেটের জীবানুর পরিমানের সমান ।” এই কথা শুনে সবারই মাঝে একটি প্রশ্ন জাগে এটা সত্য কী না । আমরা নিজেরাই চিন্তা তা করি আমরা যেভাবে কী বোড ধরি তাতে কী বোডে আমাদের হাতের সকল ময়লা বা জীবানু লেগে যায যার ফলে একজনের হাতের জীবানু অন্যের হাতে চলে যায় । আমরা একটু খেয়াল করি আমাদের কী বোডের উপর ,দেখা যাবে কী এর মাঝে আসংখ্য ময়লা জমে আছে ।
এই ময়লার কারনে একদিকে যেমন আমাদের অসুখ হচ্ছে অন্যদিকে আমাদের কী বোড ও দূবল হয়ে যাচ্ছে তাই কী বোড পরিস্কার ও জীবানু মুক্ত রাখার পদ্ধতি বননা করা হল।

পরিচ্ছন্নতা : প্রথমে আপনার কী বোড টি কে বাহিরে নিয়ে জান । তারপর এটিকে উপর বা উলটা করে একটি রং এর ব্রাশ দিয়ে পরিস্কার করে থাকুন । একপযায় আপনার কী বোড পরোপুরি পরিস্কার হবে ।
জীবানু : এবার আপনার কী বোড টিকে একটি ডেটল ভিজানে কপড় দিয়ে হালকা করে মুছে দিন । লক্ষ্য রাখবেন কাপড়টি যেন হালকা ভেজা থাকে ।
যত্ন : কী বোড পরিচ্ছন এবং জীবানু মুক্ত রাখার জন্য তোয়ালে ব্যবহার করুন ।

আপনার কম্পিউটার কি বন্ধ হতে বেশী সময় নেয়? সমাধান করুন এখুনি ।

আসলে এ সমস্যার কারন হলো – উইন্ডোজ কাজ করার সময় অনেক টেম্পরারি পেজ বানায় যার কিছুটা আবার ও নিজে নিজেই বন্ধ হওয়ার সময় মুছে দেয়। এজন্য বেশি সময় নেয়। আপনি চাইলে এটা করা থেকে পিসি কে বিরত রাখতে পারেন।“Start” এ ক্লিক করুন। “Run” এ যান। regedit লিখুন এবং এন্টার দিন। Registry Editor খুলবে। ওখান থেকে HKEY_LOCAL_MACHINE এ যান। ডাবল ক্লিক করুন। আগের মতোই ডাবল ক্লিক করে সব আইটেম খুলবেন। SYSTEM এ ক্লিক করুন। Control থেকে Session Manager এ যান এবং Memory Management মেনুটি খুজে বের করুন। ClearPageAtShutdown যান এবং ClearPageAtShutdown ভ্যালুটি ০ ( শূন্য ) করে দিন।

এক সেকেন্ডে পিসি Shut Down করুন..

মাঝে মাঝে আমাদের যখন খুব বেশি তাড়া থাকে তখন আমরা পিসি ডিরেক্টলি বন্ধ করি। কিন্তু এটি পিসির জন্য ক্ষতি করে। আজকে আমি এমন এক তথ্য দেব যার ফলে আপনি নিমিষেই পিসি বন্ধ করতে পারেন। এটি আপনার পিসির জন্য কোনো ক্ষতি করবে না। এই জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন:
১।প্রথমে Ctrl+Alt+Delete প্রেস করুন।
২।তারপর Shut Down এ কিল্ক করুন।
৩।এরপর Ctrl key প্রেস করুন এবং এই অবস্হায় Turn off এ কিল্ক করুন
এরপর দেখুন চমক।

আপনার বয়স কত?

Age Calculator কিক্ল করে ডাউনলোড করুন এবং জেনে নিন আপনার জন্ম আজ পযন্ত বয়স কত???

Click Here To Download 

সিডি অটোরান বন্ধ করুন সহজেই!!!

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সিডি বা ডিভিডি ড্রাইভে কোন সিডি বা ডিভিডি লোড করলে তা স্বয়ংক্রিয়ভাবে চালু হয় অর্থাত অটোরান হয়। এটি উইন্ডোজের ডিফল্ট ফিচার। আপনি ইচ্ছে করলে আপনার প্রয়োজন অনুসারে উইন্ডোজের এই ফিচারটি এনাবল বা ডিজেবল করে রাখতে পারেন। এজন্য আপনি নিচের যে কোন একটি পদ্ধতি অনুসরণ করতে পারেন।
সমাধান-১
Start/Run-এ গিয়ে gpedit.msc লিখে গ্রুপ পলিসি এডিটর খুলুন।


এবার উইন্ডোজ এক্সপির ব্যবহারকারীরা Computer Configuration/ Administrative Templates/System-এ যান এবং ভিসতা ব্যবহারকারীরা Computer Configuration/Windows Components/AutoPlay Policies খুলুন। এখন Turn Off AutoPlay নির্বাচিত করুন এবং সব ড্রাইভের অটোরান বন্ধ করতে All drives নির্বাচন করে Enabled করুন।
সমাধান-২
  
  • প্রথমে মাই কম্পিউটারে প্রবেশ করুন।
  • CD ROM এর উপর Right click করে Properties এ যান।
  • Auto Play ট্যাব-এ ক্লিক করুন।
  • drop down box এ পছন্দ মত অপশনটি যোগ করুন।
  • বন্ধ করতে চাইলে চিত্রের ন্যয় Take no Action select করুন।
সমাধান - ৩

সিডি অটোরান ডিজেবল করার জন্য প্রথমে নোটপ্যাড খুলে নিচের কোড টাইপ করুন।

Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\Cdrom]
"AutoRun"=dword:00000000

এরপর DisableAutorun.reg নামে সেভ করুন। এবার সেভকৃত ফাইলটি ডাবল ক্লিক করলে একটি ডায়ালগ বক্স আসবে। Yes ক্লিক করুন। এরপর OK বাটনে ক্লিক করুন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন।

সিডি অটোরান এনাবল করার জন্য প্রথমে নোটপ্যাড খুলে নিচের কোড টাইপ করুন।

Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\Cdrom]
"AutoRun"=dword:00000001

এরপর EnableAutorun.reg নামে সেভ করুন। এবার সেভকৃত ফাইলটি ডাবল ক্লিক করলে একটি ডায়ালগ বক্স আসবে। Yes ক্লিক করুন। এরপর OK বাটনে ক্লিক করুন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন।
 সমাধান - ৪
এছাড়া অস্থায়ীভাবে সিডি অটোরান ডিজেবল করার জন্য সিডি ড্রাইভে সিডি ইনসার্ট করার পরপরই কিছুক্ষণ (প্রায় ১০-২০ সেকেন্ড) Shift কী চেপে ধরে রাখুন। দেখবেন সিডি আর অটোরান হয়নি।
 ***AUTO RAN SCAN SOFTWARE>>

সিডি অটোরান বন্ধ করুন সহজেই!

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সিডি বা ডিভিডি ড্রাইভে কোন সিডি বা ডিভিডি লোড করলে তা স্বয়ংক্রিয়ভাবে চালু হয় অর্থাত অটোরান হয়। এটি উইন্ডোজের ডিফল্ট ফিচার। আপনি ইচ্ছে করলে আপনার প্রয়োজন অনুসারে উইন্ডোজের এই ফিচারটি এনাবল বা ডিজেবল করে রাখতে পারেন। এজন্য আপনি নিচের যে কোন একটি পদ্ধতি অনুসরণ করতে পারেন।
 সমাধান-১
Start/Run-এ গিয়ে gpedit.msc লিখে গ্রুপ পলিসি এডিটর খুলুন

Tuesday, August 3, 2010

চ্যাটিং করুন লোকাল নেটওয়ার্কে...

ইন্টারনটে ছাড়া চ্যাটিং এর কথা চিন্তাই করা যায় না। কিন্তু আপনি যদি লোকাল নেটওয়ার্কের সাথে যুক্ত থাকেন তাহলে নেটওয়ার্কের অনান্য ব্যবহারকারীর সাথে সহজেই চ্যাটিং করতে পারবেন, যা অনলাইনের অনান্য চ্যাটিং এর মতই। পপম্যাসেঞ্জার সফটওয়্যার দ্বারা সহজেই প্রাইভেট চ্যাট, প্রুপ চ্যাট করতে পারবেন এবং সেই সাথে ফাইলও ট্রান্সেফার করতে পারবেন। মাত্র ১.৬৯ মেগাবাইটের শেয়ারওয়্যার এই সফটওয়্যার  বিনামূল্যে ডাউনলোড করে ইনষ্টল করুন। ইনষ্টলের পরে সয়ংক্রিয়ভাবে পপম্যাসেঞ্জার খুলবে এবং কম্পিউটারে আপনি যে নামে লগইন করেছেন সেই নাম নিক নেম হিসাবে ব্যবহৃত হবে। আপনি চাইলে উপরে Your nickname থেকে তা পরিবর্তন করতে পারবেন। এছাড়াও ডানের প্যানেলে General নামে একটি ডিফল্ট গ্রুপ থাকবে যেখানে অনলাইনে থাকা সকল ব্যবহারকারীর নাম দেখা যাবে। আপনি আপনার গ্রুপের নাম পরিবর্তন বা নতুন গ্রুপ যোগ করতে পারবেন। লোকাল নেটওয়ার্কের অনান্য কম্পিউটারে পপম্যাসেঞ্জার ইনষ্টল করলে সেগুলো স্বাভাবিকভাবে অনলাইনের আওতায় General নামের ডিফল্ট গ্রুপে আসবে। তবে আপনি ইচ্ছা করলে Status থেকে Available, Away, DND, Offline করে রাখতে পারবেন। এছাড়াও ম্যাসেজ হিষ্টোরি এবং অফলাইন ম্যাসেজ হিষ্টোরি রয়েছে।

Natok (Faruki Group)

 

ডাউনলোড করুন ফাটাফাটি রেসিং গেমস

 

Backup Your Gmail Account with Gmail

Gmail Backup is a freeware which allows you to take a backup of your Gmail Account and store it on your local computer. It can download all your email messages and save them to local computer as .EML files. Out Gmail accounts contains a lot of important mails so it is essential we take a backup of our mails. The program can backup emails for a specific date range or newer ones only.

The program has got a simple and easy to use interface. You just have to specify the login details, password, the folder in which you want to store the backup and the date range and click a single button. For this to work, you have to enable IMAP access in your Gmail account. The messages that are downloaded and named after the subject line, sender and date stamp so it becomes easier to search for them locally. Command line execution is also available if you want to take automated backups. It also allows for restoration of your Gmail accounts.
The program is a great one step solution for taking a backup of your Gmail accounts. It is a freeware and works on Windows XP, Vista and Windows 7.
 
Click Here To Download

Backup Your Gmail Account with Gmail

Gmail Backup is a freeware which allows you to take a backup of your Gmail Account and store it on your local computer. It can download all your email messages and save them to local computer as .EML files. Out Gmail accounts contains a lot of important mails so it is essential we take a backup of our mails. The program can backup emails for a specific date range or newer ones only.
The program has got a simple and easy to use interface. You just have to specify the login details, password, the folder in which you want to store the backup and the date range and click a single button. For this to work, you have to enable IMAP access in your Gmail account. The messages that are downloaded and named after the subject line, sender and date stamp so it becomes easier to search for them locally. Command line execution is also available if you want to take automated backups. It also allows for restoration of your Gmail accounts.
The program is a great one step solution for taking a backup of your Gmail accounts. It is a freeware and works on Windows XP, Vista and Windows 7.


Monday, August 2, 2010

Backup and Restore Computer Drivers

Double Driver can be used to take a backup of all your Computer Drivers. It will scan your computer and present you with a list of all the installed drivers. You can then select which drivers you want to Backup. Restoration of drivers is also possible.
 Click here to download

Advanced Audio Recorder দিয়ে রেকর্ড করুন আপনার ভয়েস....


 Advanced Audio Recorder হলো পাওয়ারফুল একটি সাউন্ড রেকর্ডার সফটয়্যার। এর কাজ হলো আপনার কম্পিউটারে সাউন্ড রেকর্ড করা। 49 USD !!! দামের সফটয়্যারটি আপনাদের একদম ফ্রি দিবো… এখন আপনি ইচ্ছে করলে প্রিয় জনের কথাগুলো রেকর্ড করে রাখতে পারেন আবার আপনার ভয়েস রেকর্ড করে রাখতে পারেন। নিজ কন্ঠে গান বা আবৃত্তি করে তা কম্পিউটারে MP3 আকারে রাখতে পারেন। সফটয়্যারটিতে সুন্দর এডিটিং করার ব্যবস্থা আছে… নিজের ভয়েসে গান রেকর্ড করে প্রিয়জনকে তা দিতে পারেন।..ফাটাফাটি !!! এই সফটয়্যারটি মাত্র ১৩.৭ মেগাবাইট। সফটয়্যারটি ব্যবহার করা খুব সহজ, জামেলা নেই বললেই চলে আপনি নিজেই পারবেন। শুধু সাথে একটি মাইক্রোফোন লাগবে…

আজীবন ব্যাবহার করুন ব্রেজিস্ট্রেশন ছাড়াই আপনার ট্রায়াল ভার্সন সফটওয়্যারগুলো!!!


সচরাচর জনপ্রিয় বিভিন্ন সফটওয়্যারগুলো আমাদের পক্ষে অনেক ডলার খরচ করে কিনা সম্ভব হয় না। অথচ সেই সব প্রয়োজনীয় সফটওয়্যারগুলো অত্যন্ত জরুরী বলে তার ট্রায়াল ভার্সন ব্যবহার করতে হয় বাধ্য হয়ে।
ট্রায়াল ভার্সন মানে হচ্ছে কি তা আমরা সবাই জানি। দামী ব্র্যান্ডের সফটওয়্যারগুলোর ফ্রি বা ট্রায়াল ভার্সন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কম্পিউটারে ব্যবহার করা যায়। এরপর তা ডেট এক্সপায়ারড হলেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।
এখন থেকে আপনি সেই সমস্ত ট্রায়াল ভার্সনের সফটওয়্যারগুলো একদম বিনামূল্যে সারাজীবন ব্যবহার করতে পারবেন।এর জন্য আপনাকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। Time stopper
এই সফটওয়্যারটি ডাউনলোড করে আপনার পিসিতে ইন্সটল করুন। গাইড লাইনটি ভালভাবে ফলো করুন। ব্যবহারের সময় একটু সাবধান থাকবেন। কারণ আপনার একটু ভুলের কারণে ট্রায়াল ভার্সন সফটওয়্যারটি হয়তো পুনরায় ট্রায়াল ভার্সনে রূপান্তরিত হবে।

● আপনার ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড ইমেজ বদলে দিন !!! ফোল্ডার ব্যকগ্রাউন্ডে ব্যবহার করুন আপনার ইচ্ছেমত ইমেজ


ছোট্ট একটি সফটয়্যার দিয়ে আপনি চাইলেই আমার কম্পিউটারের ফোল্ডারে ব্যাকগ্রাউন্ড ইমেজ বসাতে পারেন। আপনার পছন্দমত ইমেজ ফোল্ডারের ব্যাকগ্রাউন্ডে বসিয়ে আরো আকর্ষনীয়, দৃষ্টি নন্দন করে তুলতে পারেন আপনার কম্পিউটারকে। তবে মনে রাখবেন সফটয়্যারটি উন্ডোজ এক্সপি’তে কাজ করবে।

ফোল্ডারের ব্যাকগ্রাউন্ডে ইমেজ ব্যবহার করতে ৩টি অপশন পাবেন :-

  • নিচের লিঙ্ক থেকে সফটয়্যারটি ডাউনলোড এবং ইন্সটলের পর সফটয়্যারটি দ্বারা প্রথমে ফোল্ডার’টি সিলেক্ট করুন।
  • তারপর পছন্দমত ইমেজ সিলেক্ট করুন।
  • সর্বশেষে এ্যাপ্লাই করে দিন।
ব্যাস হয়ে গেল।     
DOWNLOAD LINK

নজরকাড়া ২ সেট আইকন ……সংগ্রহে রাখুন!!!


আপনার ফোল্ডারের ICON ইমেজ বদলে দিন !!! ফোল্ডার ICON ব্যবহার করুন আপনার ইচ্ছেমত ইমেজ…

 ডাউনলোড করে extract করলে এখানে ও png ও ico ফরমেটের ২টি folder পাবেন । পছন্দের ফরমেট টি বেছে নিন আর সাজিয়ে ফেলুন আপনার কম্পিটারের প্রতিটি folder একই সেটের আইকন দিয়ে ।



আপনারা নিশ্চয়ই আইকন change করার নিয়মটি জানেন ।যারা নতুন তাদের জন্য বলছি প্রথমে যে folderটির icon আপনি change করতে চান just ওই folder এর উপর mouse এর right click করে properties, customise , change icon তারপর browse option এ click করে
Icon folder থেকে পছন্দের iconটি select করে ok করুন । অনেকসময় সাথে সাথে  change করা icon টি show নাও হতে পারে । সেক্ষেএে কিছুক্ষন wait করুন অথবা computer restart করেনিন তাহলেই হয়ে যাবে।আর যদি computer এর default icon যেমন,document,my computer,recycle bin,এগুলোর icon change করতে চান তাহলে monitor এর খালি জায়গায় right click করে personalize open করে change desktop icon এ ক্লিক করেই icon change করে নিতে পারবেন ।
DOWNLOAD LINK 

১ মিলিয়ন সফটয়্যার সিরিয়াল কী (Serial key)… এক্কেবারে ফ্রি !!!


১ মিলিয়ন সফটয়্যার সিরিয়াল কী (Serial key)… এক্কেবারে ফ্রি !!! 

DOWNLOAD

● আপনার কম্পিউটারে সময় কত? বাংলায় বলে দেবে “বাংলা ভয়েস ক্লক” !!!

আজকের টিউন’টি করেছি জনপ্রিয় একটি বাংলা সফটয়্যার দিয়ে যার সাথে হয়তো অনেকই পরিচিত। সফটয়্যারটি হলো ” বাংলা ভয়েস ক্লক “। মাত্র 900 kb ছোট্ট এই সফটয়্যার’টি দ্বারা আপনি আপনার কম্পিউটারের সময় কত তা স্বয়ংক্রীয় ভাবে শুনতে পারবেন। প্রতি ১৫ মিনিট পর পর স্বয়ংক্রীয় ভাবে আপনার কম্পিউটার বাংলায় বলে দেবে সময় কত। ইচ্ছে করলে নিজে সময় সেট করে নিতে পারেন ১৫/৩০/৬০ মিনিট এভাবে। এছাড়া আপনার ভয়েসও সেট করতে পারবেন… এর্লাম সেট করার ব্যবস্থা আছে।
                                      DOWNLOAD NOW

FarukiGroup-Natok------Sorry!!!

                  DOWNLOAD NOW

● কম্পিউটার “হ্যাং” করা সমস্যা থেকে মুক্তি নিন সহজেই !!! (ছোট্ট একটি টিপস্)

অনেক সময় এমন হয় আপনি কম্পিউটারে কাজ করছেন দেখা গেল হঠাৎ করে কম্পিউটারের প্রোগ্রাম’টি থেমে গেছে কাজ করছে না। যাকে বলা হয় হ্যাং হয়ে যাওয়া। ম্যাসেজ দেখায় Not Responding তারপর আর কোন উপায় থাকে না বাধ্যতামূলক হ্যাং হওয়া প্রোগামটি বন্ধ করতেই হবে।

এর জন্য প্রথমে আপনাকে Start > Run (Winkey + R) থেকে regedit লিখে Enter চাপুন। তারপর HKEY_CURRENT_USER > Control Panel > Desktop এ যান।
এবার ডানপার্শ্বের AutoEndTask অপশনে ডাবল ক্লিক করুন এবং এখানে Value data হিসাবে 0-এর পরিবর্তে 1 লিখুন। OK দিয়ে বের হয়ে আসুন।
ব্যাস হয়ে গেল… এখন আর হ্যাং হবে না


RapidShare থেকে আনলিমিটেড ডাউনলোড করুন.


RapidShare থেকে আনলিমিটেড ডাউনলোড করুন.এটি দারুন একটি কাজের সফ্টওয়ার।যারা RAPIDSHARE থেকে এখনও Unlimited ডাউনলোড করতে পারেন না তাদের জন্যই এই সফ্টওয়ারটি।তবে কোন ডাউনলোড ম্যানেজার থাকলে এটি কাজ করবে না।সেক্ষেত্রে দুটি ব্রাউজার ইউজ করতে পারেন।
                                                     DOWNLOAD

 

যাহোক উপরের সফ্টওয়ারটি ডাউনলোড করে ইনষ্টল করলে আপনি ১৪ দিনের মেয়াদ পাবেন।আর্থাৎ এই ১৪ দিন আপনার কোনো ঝামেলা নেই। ১৪ দিন পর তাহলে কি করবেন?হ্যা উপায় আছে।
এখন এই লিংক থেকে টাইম রিসেটার ডাউনলোড করে নিন।ছোট মাত্র ৮৫ কিলোবাইট।

 

Faruki Group(NATOK) -uchchotoro_sharirik_biggan



Click Here To Download Part-01:
Click Here To Download Part-02: 

Faruki Group (NATOK) - America

Download:
Click Here Part_01:
Click Here Part_02:

Sunday, August 1, 2010

M.S Farooki Natok(Hello)

Download
Part_01:
Part_02: 

একটি পিসি ক্লিনিং সফটওয়্যার C-CLEANER,বাড়িয়ে দিন আপনার পিসির গতি

আমাদের পিসিতে প্রতিনিয়ত অপ্রয়োজনীয় ফাইল তৈরি হয় যা জমে আমাদের পিসিকে স্লো করে দেয় এবং কাজ করতে বেশ অসুবিধা হয় এবং পিসি হ্যাং করে। আমরা সাধারনত পিসি ক্লিনিং এর জন্য c-cleaner বা অন্যান্য সফটওয়্যার ইউজ করি যা সব ধরনের অপ্রয়োজনীয় ফাইল ক্লিনকরতে পারে।তো আর দেরি না করে দ্রুত ডাউনলোড করুন......


একটি Sound Recorder একদম ফ্রি

শুধু সাইজ ছোট তা নয় এর ব্যবহারও খুব সহজ। নতুন সাধারন ব্যবহারকারীরাও খুব সহজেই এটা দিয়ে Recording করতে পারবে। আশাকরি রের্কডিং এর কাজটা এটা দিয়ে ভালভাবেই করা সম্ভব হবে।

তাই ছোট সাইজের একটি Sound Recorder খুজতে খুজতে পেয়ে গেলাম মাত্র 1.34 mb এর এই Recorder টি।
নিচের লিংকটা থেকে সফটাওয়ারটি ডাউনলোড করুন।

Click here...

এবার আপনার কম্পিউটারের কত টাকার বিদ্যুৎ খরচ করেছেন,তা আপনার কম্পিউটার আপনাকে জানিয়ে দিবে।


এবার আপনার কম্পিউটারের কত টাকার বিদ্যুৎ খরচ করেছেন,তা আপনার কম্পিউটার আপনাকে জানিয়ে দিবে।এই কাজটি কোনো রকম ঝামেলা ছাড়াই সহজে করা যাবে “Joulemerer”নামের সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড

Click Here
তবে এই সফটওয়্যারটি ইনস্টল করার আগে Microsoft Net Framework 4 এখান থেকে ডাউনলোড করে নিন  Click Here